এইচএসসি পাসে ব্র্যাকে চাকরি, বয়স ১৮ বছর হলেই চলবে

ব্র্যাক তাদের স্কিল ডিভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে লোকবল নিয়োগ দিবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : কমপক্ষে এইচএসসি পাস করতে হবে। তবে সমমান পর্যায়ে ডিগ্রি থাকলেও হবে।

প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর থাকতে হবে। ডেভেলপমেন্ট সেক্টরে ন্যূনতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চূড়ান্ত নিয়োগের পর খুলনায় কাজের আগ্রহ থাকতে হবে। 

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে উৎসব ভাতা, হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ৬ ডিসেম্বর, ২০২২

Company Information
BRAC Address : BRAC Centre, 75 Mohakhali, Dhaka-1212 Web : www.brac.net Business : BRAC is an international development organisation founded in Bangladesh that partners with over 100 million people living with inequality and poverty globally to create sustainable opportunities to realise potential.