একাধিক পদে নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর। প্রতিষ্ঠানটিতে ১৩টি পদে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম

সহকারী শিক্ষক (রসায়ন—ইংরেজি ভার্সন), সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি—বাংলা ভার্সন), প্রদর্শক (জীববিজ্ঞান—কলেজ শাখা), হিসাবরক্ষণ কর্মকর্তা, হিসাবরক্ষক, হিসাব সহকারী, ছাত্র হোস্টেল ম্যানেজার, টেকনিক্যাল সহকারী, প্লাম্বার, কার্পেন্টার, নিরাপত্তাকর্মী (মহিলা), আয়া ও পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ ও মহিলা)।

পদসংখ্যা

মোট ১৬ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর/ স্নাতক/ এইচএসসি/ এসএসসি/ অষ্টম শ্রেণি অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য প্রার্থীর চার বছরের কাজের অভিজ্ঞতা মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে।

বেতন

বিভিন্ন পদের জন্য বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি ও রঙিন ছবি নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।

ঠিকানা : অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর

আবেদন ফি

৫০০/- টাকা।

আবেদনের শেষ তারিখ

১৭ অক্টোবর, ২০২০ এবং লিখিত পরীক্ষা ১৮ অক্টোবর, ২০২০ সকাল ১০টায় অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।

সূত্র : ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (সৈয়দপুর) ওয়েবসাইট (www.cpscs.edu.bd)।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে