বাংলাদেশ ইনিস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট(বিআইসিএম) পুজিবাজারের তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞান প্রসারের লক্ষ্যে সাম্প্রতিক একটি নিয়োগ বিজ্ঞাপন প্রকাশ করেছে। এতে আগ্রহী ও যোগ্য প্রার্থী আবেদন করতে পারবে।
পদের নামঃনির্বাহী প্রেসিডেন্ট
শিক্ষাগত যোগ্যতাঃফিনান্স, হিসাব বিজ্ঞান, অর্থনীতি, আইন, পরিসংখ্যান, ব্যবস্থাপনা ও প্রসাশনে স্নাতকোত্তর ডিগ্রিধারী।
প্রত্যেক পরীক্ষায় ( এসএসসি, এইচএসসি, স্নাত্তক স্নাতককোত্তর) ন্যুনতম ৩টি ১ম বিভাগ / শ্রেণি / সমমান জিপিএ থাকতে হবে।
প্রার্থীর কোন পরিক্ষায় তৃতীয় গ্রেড গ্রহণযোগ্য নই।পিএইচডি ডিগ্রীধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতাঃ সংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে নূন্যতম ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতা। তথ্য প্রযুত্তিতে দক্ষ হতে হবে।
বয়সসীমাঃ বয়স সর্বউচ্চ ৬৫ বছর। তবে অধিক অভিজ্ঞতা সম্পুর্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বেতনঃমূল বেতন ১৭৫,০০০.০০। তবে বছরে ২টি উৎসব ভাতা (মূল বেতনের কাছাকাছি)। সার্বক্ষনিক গাড়ির সুবিধা।
আবেদনঃআগ্রহী প্রার্থীর ৩কপি পার্সপোট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা,অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপিসহ আবেদনপত্র চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, বাংলাদেশ ইনিস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট বরাবর নিচের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ -০৫ জুলাই ২০২০।https://bicm.ac.bd/about/career-and-recruitment লিঙ্কে আবেদনপত্রটি পাওয়া যাবে।
ঠিকানাঃ বিজিআইসি টাওয়ার (১ম -৪র্থ এবং ৯ম-১০ম) ৩৪,তোপখানা রোড,ঢাকা –১০০০