একাধিক পদে নিয়োগ দেবে মোহাম্মদী গ্রুপ

মোহাম্মদী গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মানবসম্পদ বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Mohammadi Group is a renowned conglomerate in Bangladesh. The company started its operations in 1986 in the garments industry with merely 52 workers; today it employees over 10,000. The company has over the years diversified and excelled in Real Estate, Power Generation, Information Technology, Media & Entertainment. The company’s latest endeavour, Nagorik Television launched at the beginning of March 2018.

পদের নাম  : জুনিয়র এক্সিকিউটিভ। পদের সংখ্যা : ২টি। আবেদন যোগ্যতা : হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে বিবিএ পাস করতে হবে। তবে পিজিডিএইচআরএম বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এইচ আর অ্যাডমিন সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ২৫-৩০ বছরের মধ্যে হতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে। 

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে টিএ/ প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক সেলারি রিভিউ, বার্ষিক ২ বার উৎসব সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ৫ নভেম্বর, ২০২২

আবেদনে যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

Mohammadi Group’s woven division is the flagship of the company. We have over 31 years of experience in manufacturing formal shirts and ladies blouses. Our customers include H&M, COS, Sears, Springfield, and El Corte Ingles to name a few. We produce 1,200,000+ pieces of woven garments per month.