নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এরিয়া ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ সেপ্টেম্বর,২০২০ এর মধ্যে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তীতে দেখুন:
নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) জরুরী নিয়োগ বিজ্ঞপ্তী সূত্রঃ এনজিএফ/প্রশা/ -২০২০ ( ) তারিখঃ ২০.০৯.২০২০ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) সুদীর্ঘ ৩২ বছর যাবৎ দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের সাতক্ষীরা, যশোর ও খুলনা জেলার উপজেলা সমূহে ক্ষুদ্রঋণের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এ সনদ প্রাপ্ত জাতীয় পর্যায়ের একটি বেসরকারী সংস্থা। বর্তমানে সংস্থার কর্মএলাকায় চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় শূন্যপদে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ পদের নাম এরিয়া ম্যানেজার (পদ সংখ্যা ১টি) শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা স্নাতক / স্নাতকোত্তর পাশ (হিসাব বিজ্ঞান ও মার্কেটিং বিষয়ে ডিগ্রীধারীদের অগ্রাধীকার দেয়া হবে) পিকেএসএফএর আর্থিক সহযোগিতায় ক্ষুদ্রঋণ কার্যক্রমে এরিয়া ম্যানেজার পদে কমপক্ষে ৪-৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে MS Office and Automation Software পরিচালনায় দক্ষ হতে হবে। শর্তাবলী ১. প্রার্থীকে অবশ্যই মটর সাইকেল চালানায় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ২. নিয়োগ প্রাপ্ত ব্যক্তির ৩ মাস শিক্ষানবীশকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকুরী স্থায়ীকরণ করা হবে এবং স্থায়ীকরনের পর থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত আর্থিক ও অন্যান্য সকল সুযোগ সুবিধা যেমনঃ উৎসবভাতা, বৈশাখী ভাতা, মোবাইল বিল, মটরসাইকেল এর ফুয়েল বিলসহ সংস্থার যাবতীয় সুবিধা প্রাপ্ত হবেন। ৩. আবেদনকারীদের উপকূলীয় অঞ্চলের মাঠপর্যায়ের প্রান্তীক জনগোষ্ঠীর সাথে নিবিঢ়ভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। ৪. আগ্রহী যোগ্য প্রাথীদেরকে আগামী ২৭.০৯.২০২০ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) বরাবর দরখাস্ত (যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন এর ফটোকপি ও ৩ কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি) সংযুক্ত করে “ মানব সম্পদ বিভাগ” প্রধান কার্যালয়, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ), নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা” এ ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তি টি সংস্থার ওয়েবসাইট www.ngf-bd.org এ পাওয়া যাবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহনের জন্য ডাকা হবে। নির্বাচনী পরীক্ষা অংশগ্রণের সময় মুল সার্টিফিকেট সংগে আনতে হবে। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদনকারীগণ ই-মেইল এর মাধ্যমে এ ঠিকানায় ngfhr502@gmail.com আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ২৭ সেপ্টেম্বর,২০২০