এসএসসি পাশে পল্লী স্বাস্হ্য সংস্হায় স্বাস্হ্য সেবিকার চাকরি

পল্লী স্বাস্হ্য উন্নয়ন সংস্হা ৩০ জন স্বাস্হ্য সেবিকা নিয়োগ দিচ্ছে। শুধুমাত্র এসএসসি পাশ করেই এই পদের জন্য আবেদন করা যাবে। আগ্রহীরা আগামী ০৪ অক্টোবর,২০২০ এর মধ্যে আবেদন করতে পারবেন।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন :

স্বাস্থ্য সেবিকা (মহিলা)
পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থা

খালি পদ

৩০

জব কনটেক্সট

পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থা রেজিঃ নং-৩৩০/৮৯ স্থানীয় একটি শীর্ষ স্থানীয় NGO প্রতিষ্ঠানটি ১৯৮৯ সাল থেকে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। ব্রাদার্স টু ওয়াল্ডমেন্ট (বাম) এর আর্থিক সহায়তায় P.S.U.S স্বাস্থ্যসেবা প্রকল্পে স্বাস্থ্য সেবিকা (মহিলা) পদে বগুড়া জেলায় সকল থানা পর্যায়ে লোকবল নিয়োগ দেওয়া হবে।

চাকরির দায়িত্বসমূহ

প্রযোজ্য নয়

চাকরির ধরন

ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি/এইচএসসি

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ

শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন

কর্মস্থল

বগুড়া

বেতন

টাকা. ৬০০০ – ৭০০০ (মাসিক )

  রিজিউমি গ্রহণের উপায়

সাক্ষাতের সময়ঃ সকাল ১০টা হইতে দুপুর ১টা পর্যন্ত আগ্রহী প্রার্থীদেরকে আগামী ০৪/১০/২০২০ ইং তারিখের মধ্যে জীবন বৃত্তান্তসহ, শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের কপি সহ সরাসরি নিম্নঠিকানায় যোগাযোগ করার আ্হ্বান করা হলো।

বিঃদ্র্রঃ স্বাস্থ্য সেবিকা নিজ নিজ এলাকায় কাজ করতে পারিবেন। কোন জামানতের প্রয়োজন নেই।

যোগাযোগঃ প্রকল্প পরিচালক মফিজ পাগলার মোড়, বগুড়া। মোবাইলঃ ০১৮১৬-৪৯৮৭৮৮

আবেদনের শেষ তারিখ: ৪ অক্টোবর, ২০২০