ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কপি রাইটার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : বাংলা কপিরাইটার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম এক বছরের অভিজ্ঞা থাকতে হবে।
বিজ্ঞাপনী সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। দলবদ্ধ ভাবে কাজের আগ্রহ, যোগাযোগ দক্ষতা, ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। রিসার্স সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়াও কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন পর্যালোচনার সুযোগ ও উৎসব ভাতা বছরে দুইবার দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ : ২৩ মার্চ, ২০২২
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

Company Information
US-Bangla Group
Address : House # 77, Sohrawardi Avenue, Baridhara Diplomatic Zone, Dhaka-1212.
Web : www.us-bangla.com
Business : Group of Companies (Airlines, Real Estate, Education, Medical, Leather Products, Electronics, Fashion, Courier/Air Express, Food Products, Media)