করোনা পরবর্তী চাকরির বাজারে এগিয়ে থাকার ৬ উপায়

করোনার পরিস্থিতি দিন দিন ভয়াবহের দিকে যাচ্ছে। মার্চের ২৬ তারিখ থেকে সারাদেশে লকডাউন ঘোষণা চলছে।এ দীর্ঘ লকডাউনে অর্থনীতির বাজারে ধস নেমেছে। মানুষের জীবনযাত্রা নিম্নের দিকে নামছে, হয়ে পড়ছে অস্বাভাবিক।

এর কারণে প্রভাব পড়তে পারে আগামীর চাকরির বাজার।যার কারণে চাকরির বাজার অনেক চিত্র পাল্টে যাবে ।এদেশের চাকরির বাজারের চলমান পরিস্থিতি নানা চ্যালেঞ্জ হবে। এটা বলার অপেক্ষা রাখে না।
তাই করোনা–পরবর্তী চাকরির বাজার যে কত কঠিন হবে, তা বুঝতে আমাদের বুঝার কারো বাকি নেই।

যাঁরা পড়াশোনা শেষ করে নতুন চাকরির বাজারে প্রবেশের অপেক্ষায় আছেন কিংবা যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাঁরা নিচের বিষয়গুলি মাথায় রাখলে প্রতিযোগিতামূলক বাজারে নিজেকে এগিয়ে রাখতে পারা যাবে।

১.অনলাইন কোর্স করা:

দীর্ঘ সময় লকডাউন পরিস্থিতি হওয়ার কারণে অনেকেই বাসায় আছেন । যার কারণে হাতে অনেক সময় আছে।তাই সময় অপচয় না করে বিভিন্ন অনলাইন কোর্সগুলি সম্পূর্ণ করে ফেলেন।

২. ইংরেজি ভাষার চর্চা:

যাদের ইংরেজির প্রতি দুর্বলতা আছে তারা ইংংরেজি চর্চা করুন।চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে কর্মক্ষেত্রে উন্নতির অনেকটা নির্ভর করে ভালো ইংরেজি জানা ও তার সঠিক ব্যবহারের ওপর। বিশেষ করে যাঁরা বড় প্রতিষ্ঠানে বা মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে কাজ করেন তাঁদের তো ভালো ইংরেজি জানার কোনো বিকল্প নেই।

৩. আকর্ষণীয় ও স্বতন্ত্র সিভি তৈরি:

একটি সিভি একজন চাকরিপ্রত্যাশীর প্রথম পরিচয়। যেখানে একটি পদের জন্য শত শত সিভি জমা পড়ে, সেখানে আপনার সিভিটি আকর্ষণীয় ও স্বতন্ত্র না হলে তা শর্টলিস্টেড হওয়ার সম্ভাবনা কমে যেতে পারে। তাই নিজের আকর্ষণীয় ও স্বতন্ত্র সিভি তৈরি করে চাকরির জন্য আবেদন করুন।

৪. চাকরির ইন্টারভিউয়ের প্রস্তুতি:

ইন্টারনেটে চাকরির ইন্টারভিউয়ের বিভিন্ন প্রশ্ন ও বুদ্ধিমত্তার সঙ্গে তার কীভাবে উত্তর দেবেন সে সম্পর্কে অনেক লেখা পাওয়া যায়। সেগুলো নিয়মিত চর্চা করতে পারেন।

৫. চমৎকার প্রেজেন্টেশন তৈরি করতে পারা:

ভালো প্রতিষ্ঠানে ভালো পদে চাকরি পেতে হলে আপনাকে একাধিক ইন্টারভিউয়ের মুখোমুখি হওয়া লাগতে পারে। এমনকি দিতে হতে পারে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনও। তাই নিজেকে অন্যদের থেকে আলাদাভাবে উপস্থাপন করতে চোখধাঁধানো প্রেজেন্টেশন তৈরি করতে শিখুন।

৬. লিখিত পরীক্ষার প্রস্তুতি:

লিখিত পরীক্ষার ক্ষেত্রে শুধু একটি বিষয়ে ভালো প্রস্তুতির বদলে পরীক্ষায় আসা সব বিষয়ের প্রস্তুতি নিন। কম সময়ে যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন, তা আগে সমাধান করুন।