‘পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি’ প্রবাদটি যেনো বাস্তবে ধরা দিয়েছে রাজশাহীর মোহনপুর উপজেলার ববিতা খাতুনের জীবনে। ৭ ভাই-বোনের অভাবের সাংসারে লেখাপড়া ছিলো অনেকটা স্বপ্নের মত। তবে মনে প্রাণে চেয়েছিলেন শিক্ষার আলোয় নিজেকে গড়তে।
সংগ্রামমুখর জীবনে লেখাপড়া চালিয়ে যেতে বহুদিন গৃহকর্মী হিসেবে কাজ করতে হয়েছে ববিতাকে। তারপরও সব বাধা ডিঙ্গিয়ে সম্পন্ন করেন স্নাতক। কাজ শুরু করেন গ্রামের নারীদের নিয়ে। গড়ে তোলেন ব্লক-বাটিক ও সুতার নকশার কাজ।
এলাকার নারীদের কাছে আশার আলো ববিতা খাতুন। তার হাতধরে ৩৫ জন গ্রামীণ নারী বদলেছেন নিজের ভাগ্য। হয়েছেন স্বাবলম্বী। কঠোর পরিশ্রম করে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কাজ করে যাচ্ছেন গ্রামের নারীদের জন্যও।
অদম্য নারী ববিতা খাতুন ২০১১ সালে নির্বাচিত হন নিজ ইউনিয়ন পরিষদের নারী সদস্য।