আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের এইচআর বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : এক্সিকিউটিভ। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : মাস্টার্স পাস। তবে পিজিডিএইচআরম বা পিজিডিপিএম ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
Job Context Responsible for recruitment & deployment, staff on-boarding, learning & development initiatives, and other assigned duties following office procedure, systems, policies & practices, culture, climate, structure, operations strategy, and advised by the line manager
পদ সংশ্লিষ্ট বিষয়ে ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বিজ্ঞপ্তি অনুসারে বয়সসীমা ২৭-৩৫ বছরের মধ্যে হতে হবে। পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
চূড়ান্ত নিয়োগ পাওয়ার পর মুন্সিগঞ্জ জেলায় কাজ করতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচন সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে মোবাইল বিল, দুপুরের খাবার, বার্ষিক সেলারি রিভিউ, উৎসব ভাতা, লন্ড্রি ভাতা ও আর্নলিভের সুবিধা প্রদান করা হেব।
আবেদনের শেষ তারিখ : ১৭ জুন, ২০২২

Company Information
Anwar Group of Industries. Address : Baitul Hossain Building (14th Floor), 27, Dilkusha C/A, Dhaka-1000 Web : www.anwargroup.com
Discussion about this post