ব্র্যাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
BRAC BANK IS A VALUE-BASED EQUAL OPPORTUNITY EMPLOYER. MALE, FEMALE, OTHER GENDER, AND PERSON WITH SPECIAL NEEDS ARE EQUALLY ENCOURAGED TO APPLY. Only short-listed candidates will be invited for the interview as per the recruitment process. BRAC Bank reserves the right to accept or reject any application without assigning any reason whatsoever. BRAC Bank does not charge any fee at any stage of the recruitment process. Please note that BRAC Bank is an equal employment organization. Any form of persuasion will disqualify the candidature.
পদের নাম : রিজিওনাল হেড ( ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক )। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস। সঙ্গে একাডেমিক ভালো ফলাফল থাকতে হবে।
বিভিন্ন ব্যাংক, করপোরেশন, কমার্শিয়াল বা রিটেইল বিজনেস সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে ন্যূনতম ১২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বড় ধরনের বাণিজ্যিক ব্যাংকের রিয়েল টাইম বিজনেস সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতা থাকতে হবে। ইন্টারপারসোনাল স্কিল, ইন্ফুলেন্স করা সক্ষমতা, সম্পর্ক উন্নয়ন ও দল পরিচালনার সক্ষমতা থাকতে হবে।
বিশেষ করে কর্মীদের থেকে কাজ আদায় করার কৌশল, নির্ধারিত সময়ের মধ্যে টার্গেট পূরণের জন্য মানসিক ভাবে প্রস্তুতি থাকতে হবে।এই পদে চূড়ান্ত নিয়োগ পেলে কর্মস্থল হবে বগুড়া, ঢাকা, খুলনা, রাজশাহী ও সিলেটের বিভিন্ন শাখায়।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ২৯ জানুয়ারি, ২০২২
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান করা হবে।
Company Information:

BRAC Bank Limited Business: BRAC Bank, the pioneer of SME Banking in Bangladesh, delivers a full array of banking services to individuals and business entities. Its financial results, along with the best credit rating from the top-rated global and local agencies and multiple best financial report awards, speak of the bank`s aspiration, transparency, and teamwork towards becoming the best bank in the country.
Discussion about this post