নিয়োগ দেবে ইসলামী ব্যাংক নার্সিং ইনস্টিটিউট

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইসলামী ব্যাংক নার্সিং ইনস্টিটিউট, বরিশাল। প্রতিষ্ঠানটিতে ‘ক্লিনিক্যাল টিচার, নার্সিং ইন্সট্রাক্টর (ডেমোন্সেট্রেটর), ভাইস প্রিন্সিপাল’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

ক্লিনিক্যাল টিচার, নার্সিং ইন্সট্রাক্টর (ডেমোনেস্ট্রেটর ), ভাইস প্রিন্সিপাল।

যোগ্যতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল টিচার পদে বিএসসি ইন নার্সিং/ দুই বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইন নার্সিং পাস, নার্সিং ইন্সট্রাক্টর (ডেমোনেস্ট্রেটর ), ভাইস প্রিন্সিপাল পদের জন্য মাস্টার্স-ইন-নার্সিং/ বিএসসি-ইন-নার্সিং অথবা নার্সিং সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্সসহ পাঁচ বছরের শিক্ষকতা পেশায় অভিজ্ঞতা থাকতে হবে। এমপিএইচ ডিগ্রীধারীদের অগ্রাধিকার। অভিজ্ঞদের বয়স শিথিলযোগ্য ও অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের কোনো পরীক্ষায়  তৃতীয় বিভাগ/শ্রেণি/জিপিএ ২.০০ এর নীচে গ্রহণযোগ্য নয়।

কর্মস্থল

বরিশাল।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা অনলাইনে (www.ibfbd.org/career) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১১ অক্টোবর, ২০২০।

সূত্র : বিডিজবস