নিয়োগ দেবে ডিবিএল ফার্মাসিউটিক্যালস, আবেদন করুন দ্রুত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিবিএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘টেরিটরি অফিসার/ সিনিয়র টেরিটরি অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

Job Context: DBL Group is one of the most successful diversified corporate houses in Bangladesh. DBL Pharmaceuticals Limited, a DBL Group concern, has established a state-of-the-art manufacturing unit to conform the international standards including WHO cGMP, UK MHRA, and USFDA to cater the local market and the global market as well, for high-end branded Generics. DBL Pharmaceuticals Ltd. is looking for talented and aspiring individuals as Senior Territory Officer/ Territory Officer.

পদের নাম

টেরিটরি অফিসার/ সিনিয়র টেরিটরি অফিসার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠিত থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে। প্রার্থীর পূর্ববর্তি কাজের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করার সুযোগ আছে। প্রার্থীর উত্তম যোগাযোগ দক্ষতা ও কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ

৭ জুন, ২০২২।

সূত্র : বিডিজবস।

ডিবিএল গ্রুপ
ডিবিএল গ্রুপ

Company Information
DBL Pharmaceuticals Ltd. (A Concern of DBL Group) Address: Capita South Avenue Tower (6th Floor), House No # 50, Road No # 03, Gulshan Avenue, Gulshan 1, Dhaka – 1212 Web : https://www.dbl-group.com/currentVacancies.php

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *