ফরিদপুরে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। প্রতিষ্ঠানটিতে ‘প্রজেক্ট অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। 

পদের নাম

প্রজেক্ট অফিসার—চাইল্ড প্রটেকশন।

যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট/ সোশ্যাল সায়েন্স/ পপুলেশন সায়েন্স/ ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল

ফরিদপুর।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা অনলাইনে (https://stcuk.taleo.net/careersection/ex/jobdetail.ftl?job=200005DU&tz=GMT%2B06%3A00&tzname=Asia%2FDhaka) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৫ সেপ্টেম্বর, ২০২০।