বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের এসএমএই বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : রিলেশনশিপ ম্যানেজার, এসএমই। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। মাস্টার্স পাস হলেও আবেদন করা যাবে।
সংশ্লিষ্ট বিষয়ে ২-৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বিজ্ঞপ্তি অনুসারে ব্যাংক অ্যান্ড ফাইন্যান্স বিভাগের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। প্রার্থীদের বয়সসীমা ২৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।
নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। প্রার্থীদের বিশ্লেষণ করা সক্ষমতা, মার্কেটের চাহিদা বুঝার দক্ষতা, দল পরিচালনার সক্ষমতা থাকতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, যশোর, রাজশাহী, সিলেট, ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়াও মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিনের ছুটি, ইনস্যুরেন্স, গ্রাচুয়েটি প্রদান করা হবে।
থাকছে লিভ ফেয়ার, আর্ন লিভ, ভ্রমণ ভাতা নববর্ষ ভাতাসহ দুইটি উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ১৬ এপ্রিল, ২০২২
Company Information
Bangladesh Finance Limited Address : Baitul Hossain Building (2nd Floor), 27, Dilkusha C/A, Dhaka-1000 Web : www.bdfinance.com.bd Business : Bangladesh Finance Company Limited started its journey in 1999 with the prime objective of developing productive enterprises of the country through the provision of lease financing and subsequently diversified in other allied financial services. The Company obtained a license from Bangladesh Bank as a financial institution under the Financial Institutions Act 1993 on December 22, 1999, and listed with Dhaka Stock Exchange Ltd. on September 06, 2007, and the Chittagong Stock Exchange Ltd. on August 28, 2007. The shareholding structure of Bangladesh Finance consists of reputed corporate houses, leading industrialists and the general public. Over a decade, Bangladesh Finance emerged as a leading financial Institution of the country with a wide range of financial products to offer to its clients. Bangladesh Finance continues to evolve as an innovative financial solution provider & now able to offer financial products tailored to the needs of its customers.