বিআরবি হসপিটালে চাকরির সুযোগ

বেসরকারি স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিআরবি হসপিটালস লিমিটেড তিন ধরনের পদে কর্মকর্তা নিয়োগ দেবে।

পদের নাম: সিইও/ ডিএমডি/ ইডি
যোগ্যতা: এমবিবিএসসহ মাস্টার ইন পাবলিক হেলথ (এমপিএইচ) বা হসপিটাল অ্যান্ড হেলথ ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি। হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন, অপারেশনের অ্যান্ড মেডিকেল সার্ভিসেস পরিচালনায় ৫ বছর ডিরেক্টর বা সমমানের পদে অভিজ্ঞতাসহ মোট ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর/ ডিরেক্টর (মেডিকেল সার্ভিসেস) 
যোগ্যতা: এমবিবিএসসহ মাস্টার ইন পাবলিক হেলথ (এমপিএইচ) বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি এবং হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন, অপারেশনের অ্যান্ড মেডিকেল সার্ভিসেস পরিচালনায় ৫ বছর ডিরেক্টর বা সমমানের পদে অভিজ্ঞতাসহ মোট ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: ম্যানেজার, নার্সিং সার্ভিসেস 
যোগ্যতা: বিএসসি ইন নার্সিং সায়েন্স/ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ডিগ্রি। বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন এবং নার্স ম্যানেজমেন্টে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের নিয়ম: যোগ্য প্রার্থীদের সিভি, কভার লেটার, পাসপোর্ট সাইজের ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি পাঠাতে হবে ‘ম্যানেজিং ডিরেক্টর, বি আর বি হসপিটালস লিমিটেড, ৭৭/এ, পূর্ব রাজাবাজার, পশ্চিম পান্থপথ, ঢাকা ১২১৫’ ঠিকানায়। অথবা ইমেইল করতে হবে brbhospitals@gmail.com ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর।