দেশের শীর্ষ জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময় টেলিভিশন’ (সময় মিডিয়া লি.) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট ট্রেইনি নেবে টেলিভিশনটি।
পদের নাম : ট্রেইনি, প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট
ডিপার্টমেন্ট : প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট
কাজের প্রকৃতি : ডেস্ক জব
কাজের ধরন : ফুলটাইম
বেতন : আলোচনা সাপেক্ষে
দায়িত্বসমূহ : ● সোশ্যাল মিডিয়াতে (ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার) প্রচলিত ট্রেন্ড নিয়ে রিসার্চ করা।
● সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর জন্য কন্টেন্ট তৈরি করা (যেমন: ইনস্টাগ্রাম পোস্ট, ট্রেন্ডি ইনস্টাগ্রাম ও ফেসবুক স্টোরি)।
● ব্যবসায়িক লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে সামঞ্জস্য রেখে সোশ্যাল মিডিয়া স্ট্রাটেজি তৈরি এবং বাস্তবায়ন করা।
● ইনস্টাগ্রামে নিজেদের ব্র্যান্ড ডেভেলপমেন্ট করার সুবাদে প্রয়োজনীয় পরিকল্পনা করা, স্ট্রাটেজি তৈরি এবং বাস্তবায়ন করা।
● ব্র্যান্ডের ধারাবাহিকতা নিশ্চিত করতে ওয়েব এডিটোরিয়াল, মার্কেটিং,সেলস এবং নিউজ ডেস্কের মতো অন্যান্য টিমের সঙ্গে সমন্বিত হয়ে কাজ করা।
● ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি করতে নতুন আইডিয়া তৈরি এবং বাস্তবায়ন করা।
● সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পর্কিত প্রযুক্তিসমূহ, ডিজাইন টুলস এবং অ্যাপ্লিকেশনস সম্পর্কে আপ-টু-ডেট থাকা।
● ক্যোয়ারি ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়াতে আসা যাবতীয় প্রশ্নের যথাপোযুক্ত উত্তর দেওয়া এবং তথ্য দিয়ে ও নিয়ে সাহায্য করা।
শিক্ষাগত যোগ্যতাঃ
ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক পাশ।
প্রয়োজনীয় দক্ষতাঃ ● সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সম্পর্কে প্রয়োজনীয় ধারণা থাকতে হবে।
● অ্যাডোবি ফটোশপ সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।
● বাংলায় কন্টেন্ট লেখা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।
● গুগল অ্যানালিটিক্স, এস.ই.ও এবং কি ওয়ার্ড রিসার্চ সম্পর্কে ধারণা থাকতে হবে।
● টিম এর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মনোভাব থাকতে হবে।
● রোস্টার মেনে ডিউটি এবং নাইট শিফট এ কাজ করার মনোভাব থাকতে হবে।
আবেদনের নির্দেশনাঃ
আগ্রহী প্রার্থীদের আগামী ১২ এপ্রিল ২০২২ তারিখের মধ্যে নিম্নে প্রদত্ত লিঙ্ক ফরম পূরণ ও জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে।
আবেদনের লিঙ্ক: https://tinyurl.com/pmTrainee11april
Position : Trainee, Platform Management
Department : Platform Management
Job Nature : Desk Job
Job Type : Full Time
Salary : Negotiable
Responsibilities:
● Performing research on current benchmark trends and audience preferences on Social Media (Instagram, facebook. Twitter)
● Making contents for social media platforms (e.g. Instagram post design, trendy Instagram & Facebook stories design).
● To reach business goals, creating and implementing social media strategy in alignment.
● Necessary planning, creating and implementing strategies for our brand development on Instagram.
● Collaborating with other teams, like web editorial, marketing sales and news desk to ensure brand consistency.
● Creating and implementing new ideas to develop brand awareness.
● Stay up-to-date with current technologies and trends in social media, design tools and applications.
● Replying to all the questions from query management, social media and helping with information.
Educational Qualification:
Business Graduate from any UGC approved University is required.
Skill:
● In-depth knowledge and understanding of social media platforms.
● Proficient in Adobe Photoshop.
● Proficient in Bangla writing.
● Solid knowledge of SEO, keyword research and Google Analytics
● Mentality to work and collaborate with teams.
● Ability to work on a Roster basis work hour.
Application Instructions:
Interested candidates should fill the form and send CV by 12 April, 2022 at the link given below.
Application Link: https://tinyurl.com/pmTrainee11april