যমুনা গ্রুপে এক্সিকিউটিভ পদে ক্যারিয়ার গড়ুন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটির একাউন্টসে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ অক্টোবর ২০২০ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন:

এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ (এ্যাকাউন্টস)

যমুনা গ্রুপ

খালি পদ

নির্দিষ্ট নয়

জব কনটেক্সট

ট্যালি সফটওয়্যার চালনা করতে পারা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

চাকরির দায়িত্বসমূহ
  • ট্যালিতে এ্যাকাউন্টিং এন্ট্রি করা
  • ব্যাংক রিকনসিলিয়েশন প্রস্তুতি করা
  • ট্যালিতে ফ্যাক্টরি পেটি ক্যাশ পোস্ট করা ও ফলোআপ রিপোর্ট তৈরি করা
  • ম্যানেজমেন্ট প্রদত্ত অন্যান্য দায়িত্বপালন করা
চাকরির ধরন

ফুল টাইম

চাকরির ধরন

ফুল টাইম

কর্মক্ষেত্র
  • অফিসে
শিক্ষাগত যোগ্যতা
  • Bachelor of Commerce (BCom) in Accounting, Master of Commerce (MCom) in Accounting
  • দক্ষতা: CA CC
অভিজ্ঞতা
  • সর্বনিম্ন ৩ বছর
  • অভিজ্ঞতার ক্ষেত্র:
    Accounting Software, bank reconciliation, Tally Software
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
  • বয়স সর্বোচ্চ ৩০ বছর
  • শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন
  • উত্তম প্রাতিষ্ঠানিক ও সিদ্ধান্তগ্রহন দক্ষতা থাকা
  • সমস্যা সমাধান করতে পারা
  • চাপের মধ্যে কাজ করতে পারা
  • অতিরিক্ত সময় কাজ করতে পারা
কর্মস্থল

ঢাকা

বেতন
  • প্রত্যাশি প্রার্থীকে আকর্ষণীয় বেতন দেয়া হবে
কোম্পানীর সুযোগ সুবিধাদি
  • বেতন পর্যালোচনা: বার্ষিক
  • উৎসব ভাতা: ২টি ( বার্ষিক )
  • উত্তম কাজের পরিবেশ
  • সাবলিল ক্যারিয়ার পাথ
  • কোম্পানি নিয়ম অনুসারে অন্যান্য সুবিধা

আবেদনের পূর্বে পড়ুন

যারা যোগ্যতা সম্পন্ন নয় তাদের আবেদন করার প্রয়োজন নেই। সম্ভাভ্য প্রার্থীদের আবেদন করার পূর্বে কাজের বিজ্ঞপ্তি পড়ে নিতে বলা যাচ্ছে। অনেক আবেদন পড়ার কারনে বাছাইকৃত প্রার্থীদের সাথে ইন্টারভিউ এর জন্য যোগাযোগ করা হবে। যে কোন প্রকার যোগাযোগ চেষ্টা অযোগ্যতা হবে।

আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবে

রিজিউমি গ্রহণের উপায়

অনলাইনে আবেদনের জন্য এই লিংকে ক্লিক করুন: https://jobs.bdjobs.com/bn/jobdetailsBN.asp?id=922813&fcatId=1&ln=3

আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২০

Jamuna Group

ঠিকানা : Jamuna Future Park, Ka-244, Progati Sarani, Kuril, Baridhara, Dhaka-1229