করোনাভাইরাস (কোভিড-১৯) এর করে কারণে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা যে যার মতো করে চলে গেছেন তাদের নিজের বাড়িতে। কেউ বাড়ির কাজ করছেন অথবা কেউ অলস দিন কাটাচ্ছেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী সবজি বিক্রি করে চেষ্টা করছেন সময় কাটানোর ।
চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন এই শিক্ষার্থী। এখন এই সংকটকালীন সময়ে কোনো পরীক্ষা নেই । তাই তার এই উদ্যোগ।
রুপম নামের একজন তার ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ ভাবে বললেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে পড়াশোনা শেষ করে বেকার ছিলো।এখন আর বেকার না।করোনা কালীন অবসর সময় সে সবজি বিক্রি করে আয় করার উদ্যোগ নিয়েছে।এটাকে অর্থনীতির ভাষায় কি বলে জানেন? উদ্যোক্তা।
যেখানে স্কুল পাশ ভাইবোনরা লজ্জা পায় কোন উদ্যোগ নিতে সেখানে সে ঢাবি থেকে মাস্টার্স পাশ করে খুশি মনে উদ্যোগ নিয়েছেন।
রুপা নামে এই শিক্ষার্থীর এক সহপাঠী বলেন , সমাজের কাছে নিজের মনকে, স্বাধীনতাকে আর বন্ধি করে রাখবেন না!!চোখ খুলুক আপনার আমার!
সে কি একটু হলেও আপনার আমার মনের ভয় দূর করতে পেরেছে?? মনকে মুক্তি দিতে পেরেছে?