সরকারি চাকরিজীবী ছাড়া কেউ ভালো নেই

করোনার প্রাদুর্ভাব দীর্ঘ সময় চলমান থাকায় বেসরকারি চাকরির বাজারে ধস নেমেছে। দেশে তিন মাস ধরে করোনাভাইরাসের  সংক্রমণ চলছে। এর মধ্যে সাধারণ ছুটি ছিল ৬৬ দিন। এ সময়ে সরকারি-বেসরকারি সকল প্রকার অফিস ও  ব্যবসা-বাণিজ্যই বন্ধ ছিল। ফলে নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না বেসরকারি চাকরিজীবীরা।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণায় করোনার প্রভাবের চিত্র উঠে এসেছে। গত ৭ জুন সিপিডি এক প্রতিবেদন প্রকাশ করে জানায়, করোনার কারণে দেশে দারিদ্র্যের হার ৩৫ শতাংশে এসে দাঁড়িয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)মতে ,  ২০১৬ এর জরিপ অনুযায়ী তখন দারিদ্র্যের হার ছিল সাড়ে ২৪ শতাংশ। ২০১৯ সাল শেষে অনুমিত হিসাবে তা নেমে আসে সাড়ে ২০ শতাংশে।

আর এখন সিপিডি বলছে, করোনার কারণে কর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে, মানুষের আয় কমেছে। ফলে দারিদ্র্যের হারও বেড়ে গেছে। করোনার কারণে ভোগের বৈষম্য বেড়ে দশমিক ৩৫ পয়েন্ট হয়েছে।

বেসরকারি চাকরিজীবীরা শঙ্কায় জীবনযাপন করলে সরকারি চাকরিজীবী কোন চিন্তা নেই।  আগামী অর্থবছরের (২০২০-২১) বাজেটে সরকারি চাকরিজীবীদের বাড়তি বরাদ্দ থাকছে পাঁচ হাজার কোটি টাকা।এজন্য জীবনযাপনে তাদের কোন বিড়ম্বনায় পড়তে হচ্ছে না।