স্নাতক পাসে নিয়োগ দেবে টোটাল গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টোটাল গ্রুপ। প্রতিষ্ঠানটি সিনিয়র মার্কেটিং অফিসার পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আবেদন করতে পারেন।

পদের নাম

সিনিয়র মার্কেটিং অফিসার

পদসংখ্যা

এ পদে সর্বমোট দুজনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। সেলস অ্যাডহেসিভ পর্যায়ের প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা।

কর্মস্থল

ঢাকা

বেতন-ভাতা

আলোচনা সাপেক্ষে।

কোম্পানির সুযোগ-সুবিধাদি

টি/এ, মোবাইল বিল, ট্যুর অ্যালাউন্স, পারফরম্যান্স বোনাস থাকবে। বার্ষিক বেতন পর্যালোচনাসহ বছরে দুটি উৎসব ভাতা থাকবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ

আবেদন করা যাবে ৮  অক্টোবর, ২০২০ পর্যন্ত

Company Information

Total GroupAddress : Total Group, Rupayan Millennium Square, Cha-70,70/A,( Level -9B,9E,9F) Progoti Sarani, Uttar Badda , Dhaka -1212Web : www.totalgroup-bd.comBusiness : The company has 2 wings.. It has a manufacturing sector and as well as a real estate sector… To know more visit us @ www.totalgroup-bd.com

সূত্র : বিডিজবস