মা’থায় হিজাব পরে সমাবর্তনে ডিগ্রি নিতে গিয়েছিলেন ভা’রতের পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এমন সময় নি’রা’প’ত্তা বা’হিনী সদস্যরা তাকে হিজাব খুলতে বলেন। কিন্তু তাতে রাজি হননি ওই ছা’ত্রী।
তারপরে নি’রা’প’ত্তা বা’হিনীর সদস্যরা তাকে সমাবর্তনস্থলের বাইবে বসতে বলেন বলে অ’ভিযোগ করেন ওই ছা’ত্রী। ভা’রতের স্থা’নীয় সংবাদ মাধ্যম সূত্রে জা’না যায়, পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বিশেষ অ’তিথি হিসেবে উপস্থিত ছিলেন ভা’রতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার হাত থেকেই সাফল্যের পুরস্কার নিতে গিয়েছিলেন রাবিহা।
কিন্তু সেই সময় অনুষ্ঠানে ঢু’কতেই দেওয়া হয়নি তাকে। কারণ সেই হিজাব। রাবিহা গণমাধ্যমকে বলেছেন, রাষ্ট্রপতি আসার কিছুক্ষণ আগেই তিনি অডিটরিয়ামে ঢু’কতে যান। কিন্তু নি’রাপত্তারক্ষীরা তাকে বা’ধা দেয়। বলা হয় হিজাব খুলতে হবে। তিনি আরও বলেন,
আমা’র স’ঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে তার প্রতিবাদেই আমি পদক নিতে অস্বী’কার করি। প্রেসিডেন্ট অনুষ্ঠানস্থল ত্যা’গ করার পর তাকে সেখানে ঢু’কতে দেওয়া হয় বলে জা’নান এই সেরা ছা’ত্রী। এই ঘ’টনায় অ’ত্যন্ত অ’পমানিত বোধ ক’রেছেন তিনি।
এদিকে ঘ’টনাটি প্র’কাশ্যে আসতেই স’মালোচনা শুরু হয়ে যায়। মোদি সরকারের এমন বিভেদের রাজনীতি নিয়ে গত কয়েকদিন ধ’রেই উত্তাল গোটা ভা’রত। তারপরে পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের এই ঘ’টনা সেই উত্তে’জনা আরও জো’রদার করে দিলো বলে মনে করছেন সবাই।