Job Description / Responsibility
দায়িত্ব প্রাপ্ত এলাকার সকল যন্ত্রপাতি ও মালামালের নিরাপত্তা প্রদান করা
দায়িত্ব প্রাপ্ত এলাকায় যে কোন ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা নিরাপত্তা সুপারভাইজার/ইন্সপেক্টর কে জানানো
বিভিন্ন স্টোরে দায়িত্ব পালন কালে সংশ্লিস্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কোন মালামাল যাতে স্টোর থেকে বাহির না হয়, বিষয়টি নিশ্চিত করা
প্ল্যান্টে এ সার্বক্ষনিক নিরাপত্তা ও নিরাপদ পরিবেশ বজায় রাখা নিশ্চিত করা
যে কোন ধরনের সন্দেহজনক ব্যক্তি/কর্মীকে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনে তল্লাসী করা।
প্ল্যান্টের নিরাপত্তা রক্ষা এবং ব্যক্তি ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা
Educational Requirements
এস.এস.সি/ সমমানের পাশ হতে হবে
Job Requirements
Only males are allowed to apply
উচ্চতা ন্যুনতম ৫ ফুট ৪ ইঞ্চি এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে অবসর প্রাপ্ত প্রশিক্ষিত সদস্য হলে অগ্রাধিকার পাবে
Job Summary
Vacancy:100
Job Nature:Full Time
Age:Any
Experience:At least 1 Year(s)
Gender:Male
Job Location:Narayanganj
Published:28 July 2020
Deadline:18 Aug 2020
Others Benefits
মাসিক ০৪ দিন ছুটি
উৎসব ভাতা
প্রভিডেন্ট ফান্ড সুবিধা
বাৎসরিক ইনক্রিমেন্ট
যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি
বিনামূল্যে বাসস্থান
স্বল্পমুল্যে আহার
Apply Instructions
আগ্রহী প্রার্থীদেরকে ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, নাগরিকত্বের সনদপত্র/পরিচয়পত্রের (NID) ফটোকপি (বাধ্যতামূলক), জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ ফায়ার, সেফটি এবং সিকিউরিটি ব্রাঞ্চের জন্য আগামী ১৯ জুলাই ২০২০ হতে ১৮ আগস্ট ২০২০ ইং তারিখ পর্যন্ত প্রত্যেক দাপ্তরিক কার্যদিবসে সকাল ১০ঃ০০ ঘটিকা থেকে দুপুর ০২ঃ০০ ঘটিকার মধ্যে স্ব-শরীরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরী কমপ্লেক্স, সিকিউরিটি ব্রাঞ্চ-হেড কোয়ার্টার (সুগার সাইট), মেঘনাঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জ- এ উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে