১০৮ পদে জনবল নেবে সিপিপি

বাংলাদেশের অসংখ্য বেকার তরুণ-তরুণীর একমাত্র  প্রত্যাশা একটি ভালো চাকরি পাওয়া।সেটি হতে পারে সরকারি কিংবা বেসরকারি কিংবা এনজিও অথবা শিক্ষা প্রতিষ্ঠান।এজন্য সবাইকে  চাকরির জন্য আবেদন করতে হয়।

আপনাদের মধ্যে অনেকেই কোথায় আবেদন করবেন বুঝতে পারেন না।অনেকেই  বহু খোঁজার পর  পান না। তাই আপনাদের সুবিধার জন্য দেশের সকল  সেরা চাকরিগুলোর খবর দিচ্ছে Newsbdjob.com  আপনার আবেদনের পছন্দমত  প্রতিষ্ঠানটি খুঁজে নিন।

১০৮ পদে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (CPP) নেওয়ার একটি  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।এ বিজ্ঞপ্তিতে ১৮ ক্যাটাগরির বিভিন্ন পদে নিয়োগ প্রকাশিত হয়েছে।

চাকরির ধরণ:সরকারি প্রতিষ্ঠান

প্রতিষ্ঠান:ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)
পদের নাম: ১৮ ক্যাটাগরির বিভিন্ন পদ
পদ সংখ্যা: ১০৮ টি
আবেদন ফি: ১০০ ও ২০০ টাকা

আবেদন পদ্ধতিঃ অফলাইনে (দরখাস্ত পূরণের মাধ্যমে)

আবেদনের শেষ তারিখ: ২৯ জুন ২০২০ 

ঠিকানা :
বিজ্ঞাপন দাতা জিপি বক্স নং –২৯৫৮
ঢাকা-১০০০
বরাবর আবেদন করতে হবে।