৩৬১ জনকে নিয়োগ দেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্বত্তাধীন প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড বিভিন্ন পদে ৩৬১ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

যেসব পদে নিয়োগ: 
ক. জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (মেকানিক্যাল) : ১৩টি 
খ. জুনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (ইলেকট্রনিক্স) : ৬টি
গ. জুনিয়র টেকনিশিয়ান (কুলিং এন্ড এয়ার কন্ডিশনিং) : ২০টি
ঘ. জুনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল) : ৪১টি
ঙ. জুনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রনিক্স) : ৪৩টি
চ. জুনিয়র ল্যাব টেকনিশিয়ান (ফিজিক্স/ কেমিস্ট্রি) : ৩৩টি
ছ. এক্সিকিউটিভ ট্রেইনি (মেকানিক্যাল): ২৬টি
জ. এক্সিকিউটিভ ট্রেইনি (ইলেকট্রনিক্স): ৩২টি 
ঝ. এক্সিকিউটিভ ট্রেইনি (কেমিস্ট্রি): ৭টি
ঞ. মেডিকেল অফিসার : ৭টি
ট. ডেপুটি কোম্পানি সেক্রেটারি : ১টি
ঠ. সিনিয়র সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) : ৮টি
ড. সিনিয়র সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক) : ৩টি
ঢ. টেকনিশিয়ান/ ফিটার (ইলেকট্রনিক্স) : ২৮টি 
ণ. টেকনিশিয়ান (মেকানিক্যাল) : ৪২টি
ত. টেকনিশিয়ান (কুলিং এন্ড এয়ার কন্ডিশনিং) : ৭টি
থ. টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল) : ৭টি
দ. ল্যাব টেকনিশিয়ান (কেমিক্যাল) : ৩৬টি
ধ. ল্যাব টেকনিশিয়ান (ফিজিক্স) : ৮টি

আবেদনের নিয়ম: প্রার্থীরা http://npcbl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে পদগুলোতে আবেদন করতে পারবেন।

আবেদন করা যাবে ২২ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত।