৩৮ তম বিসিএস এর রেজাল্টে বিবাহিতদের বাজিমাত

৩০ শে জুন, ২০২০ তারিখ মঙ্গলবার বিকেলে ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ২ হাজার ২০৪ জন প্রার্থীকে ক্যাডার পদের জন্য সুপারিশ করা হয়েছে।

এছাড়া নন-ক্যাডারে আরও ৬ হাজার ১৭৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে।দীর্ঘ জটে আটকে থাকা রেজাল্ট অবশেষে প্রকাশিত হয়।২০১৭ সালে ৩৮তম বিসিএস এর সার্কুলার জারি করা হয় তারপর প্রিলি,রিটেন,ভাইবার পর ২০২০ সালে হয় ফাইনাল রেজাল্ট।

৩৮ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ১ম স্থান অর্জন করে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কৃতি সন্তান এস এম রুহুল আমিন শরীফ।রেজাল্টের পর তার ফেসবুক আইডিতে তিনি বলেছেন “তার স্ত্রীর বিশ্বাস ছিলো যে সে প্রথম স্থান অর্জন করবে।

সদ্য ঘোষিত ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মোহাম্মদ সাদাত হোসেন (১২৩ তম।) ও নুর পেয়ারা বেগম নীলু ( ১৫ তম ) । তারা দুজন সর্ম্পকে স্বামী-স্ত্রী, দুজনই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সন্তান। এই মেধাবী দম্পতির অসামান্য সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলছে।

শেখ মোস্তাক রাব্বানী ও তার স্ত্রী নয়ন তারা তৃপ্তি; দু’জনই পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত রেজাল্টে ৩৮তম বিসিএসে দুইজনই বিসিএস (শিক্ষা) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। স্বামী মোস্তাক শিক্ষা ক্যাডারে ইতিহাস বিষয়ে হয়েছেন প্রথম। আর স্ত্রী নয়ন তারা হয়েছেন অষ্টম।

বিসিএস রেজাল্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় অনেকেই বিবাহিত হয়ে ক্যাডার সার্ভিসে সুযোগ পেয়েছে।অনেকে মজা করে এমন মোটিভেশন পোস্টও করেছেন যে “বিবাহিতদের দখলে ৩৮ তম বিসিএস “। আবার মিশ্র প্রতিক্রিয়াও এমন পোস্টও কেউ করেছেন যে “প্রেমে সফল হলে আজ বাচ্চার বাপ হতাম, আর প্রেমে ব্যার্থ হয়ে আজ বিসিএস ক্যাডার “।

আসলে দীর্ঘ দিন ঝুলে থাকা ৩৮ তম বিসিএসের অনেকেই বিভিন্ন সরকারি- বেসরকারি কর্মকর্তা হিসাবে বিভিন্ন জবে অনেক আগেই সুযোগ পেয়েছেন, তাই তারা কর্মক্ষেএে প্রবেশের পরই জীবনের অংশটি পরিপূর্ন করেছেন।আর এরপরই ৩৮ তম বিসিএস এর রেজাল্ট প্রকাশিত হয়।