বাংলাদেশের অসংখ্য বেকার তরুণ-তরুণীর একমাত্র প্রত্যাশা একটি ভালো চাকরি পাওয়া।সেটি হতে পারে সরকারি কিংবা বেসরকারি কিংবা এনজিও অথবা শিক্ষা প্রতিষ্ঠান।এজন্য সবাইকে চাকরির জন্য আবেদন করতে হয়।
আপনাদের মধ্যে অনেকেই কোথায় আবেদন করবেন বুঝতে পারেন না।অনেকেই বহু খোঁজার পর পান না। তাই আপনাদের সুবিধার জন্য দেশের সকল সেরা চাকরিগুলোর খবর দিচ্ছে Newsbdjob.com আপনার আবেদনের পছন্দমত প্রতিষ্ঠানটি খুঁজে নিন।
এরিয়া ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক পদে মানবিক সাহায্য সংস্থা (MSS)তে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে।আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩০/০৭/২০২০ পর্যন্ত আবেদন করতে পারবে।
প্রতিষ্ঠানের নাম:মানবিক সাহায্য সংস্থা
পদের নাম:এরিয়া ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা :এরিয়া ব্যবস্থাপক ১৫ জন
ও শাখা ব্যবস্থাপক ৩০ জন
যোগ্যতা: স্নাতকোত্তর বা সম্মান
বেতন:৩২০০০-৪০০০০
আবেদনের তারিখ:৩০/০৭/২০২০ পর্যন্ত
বিস্তারিত জানতে নিচে দেখুন