কাজী ফার্মস্ গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ কৃষিশিল্প প্রতিষ্ঠান যা পােল্ট্রি,হ্যাচারী, ফিডমিল, আইসক্রীম, হিমায়িত খাদ্য, তথ্য প্রযুক্তি ও মিডিয়াখাতে সফলতা এবং সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে। প্রবৃদ্ধি বজায় রাখার নিমিত্তে নিম্নলিখিত পদসমূহের আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
Kazi Farms Job Circular 2020
পদের নাম: গাড়ি চালক ইঞ্জিন মেকানিক (হালকা/ভারী গাড়ি), হাইড্রলিক
পদ সংখ্যা: দেয়া নাই।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেনী পাশ, এস. এস. সি পাশ অগ্রাধিকার পাবে।
বয়স: ১৮-৩৫ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
পদের নাম: মেকানিক (পে লােডার/এক্সকাভেটরট্রাক্টর), অটো ইলেক্ট্রিশিয়ান (এসি/ ইলেক্ট্রিক), ডেন্টার, বডি মেকানিক, পাতি মেকানিক (লিফ স্প্রীং)
পদ সংখ্যা: দেয়া নাই।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেনী পাশ, এস. এস. সি পাশ অগ্রাধিকার পাবে।
বয়স: ১৮-৩৫ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদন নিয়ম: jobs.transport@kazifarms.com এ-র মধ্যেমে ই-মেইল করতে পারবেন।
আবেদন শেষ তারিখ: ০৪ অষ্টোবর ২০২০
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন:
