ওয়েভ ফাউন্ডেশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি কয়েকটি জেলায় চলমান প্রজেক্টের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের নাম : রিজিওনাল ম্যানেজার। পদের সংখ্যা : ৫ টি। আবেদন যোগ্যতা : স্নাতকোত্তর পাস করতে হবে। তবে একাডেমিক পর্যায়ে কেনো তৃতীয় বিভাগ থাকা যাবে না।
পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৪৫ বছর।
মোটরসাইকেল চালনায় পারদর্শী ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে কমপক্ষে ২০টি শাখা সমন্বয়ের ৫ বছরের অভিজ্ঞতাসহ মোট ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর খুলনা, ঢাকা, বরিশাল ও রাজশাহী জেলায় কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদন যেভাবে : আবেদন করতে হবে ডাকযোগে। আবেদনের প্রক্রিয়া জানতে ক্লিক করুন এখানে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৬০,০০০। স্থায়ী হওয়ার পর বেতন হবে ৮০,৪৩১ টাকা। সঙ্গে মোবাইল বিল, মেডিকেল অ্যালায়েন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি, দুপুরের খাবার, উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ২৩ মার্চ, ২০২৩
Company Information
WAVE Foundation
Address : ২২/১৩ বি, ব্লক-বি, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭, বাংলাদেশ
Web : www.wavefoundationbd.org
Business : WAVE Foundation is a Civil Society Organization established in 1990, has been implementing multifaceted activities for the socio economic development of the poor and marginalized as well as the establishment of universal human rights and good governance. Besides, the organization is conducting issue based policy advocacy and campaigns. WAVE is driven by its motto “Together for Better Life” towards the vision of establishing “A just and Prosperous society”. WAVE has organized its activities into 6 programs: 1) Poverty Eradication and Livelihood Development 2) Community Financing and Entrepreneurship Development 3) Agri Food System Transformation 4) Governance, Rights and Justice 5) Social Development and Youth Empowerment 6) Climate Justice and Renewable Energy Promotion.