৯৩ হাজার টাকা বেতনে ওয়াটারএইডে চাকরির সুযোগ

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কক্সবাজারের প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : সিনিয়র প্রোগ্রাম অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : সোশ্যাল সায়েন্স, এনভায়রনমেন্ট সায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সমমান বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার সক্ষমতা থাকতে হবে।

উপস্থাপনার কৌশল, যোগাযোগ দক্ষতা, বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলায় পারদর্শী হতে হবে। এছাড়াও ওয়াস, ক্লাইমেট চেঞ্জ বিষয়ে জানাশোনা থাকতে হবে।

জনসচেতনতা, উন্নয়ন ও সোশ্যাল জাস্টিজ নিয়ে কাজের আগ্রহ থাকতে থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : ৮৫০০০-৯৩০০০ টাকা। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়েটি/প্রজেক্ট কম্প্লিটেশন বেনিফিট, ফেস্টিভাল বোনাস, লাইফ ইন্সুরেন্স, হসপিটালিটি ইন্সুরেন্স ও মোবাইল বিল প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ৯ এপ্রিল, ২০২২

About WaterAid: WaterAid is a global non-government, not-for-profit organisation, working for over 30 years now in changing lives for the betterment in 34 countries around the world. We work to offer clean water, decent toilets and good hygiene to underprivileged people globally, through convincing the governments to change laws, linking policy makers with people on the ground, pooling knowledge and resources, and rallying support from people and organisations from different corners of the world – altogether making lasting change happen on a massive scale. Currently WaterAid is looking for a dynamic, committed and self-driven individual for the role of Senior Programme Officer for the project titled “Stop the Stigma: Empowering dreams of menstruating girls in Bangladesh” under the Climate Resilient Programme. To know more, please visit: www.wateraid.org